• +880255045089
  • Sun. Oct 19th, 2025

Sheikh Russel 3rd National Airgun Shooting Competition-2023 (18-20 Oct)

7

  • Total Photos

Wed-Jan-2024

  • Date

Gallery Overview

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের ব্যাবস্থাপনায় আজ ২০ অক্টোবর ২০২৩ "শেখ রাসেল জাতীয় এয়ারগান শ্যূটিং প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান (এসবিপি,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি ,উসি,পিএসসি, পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন এর মহাসচিব জনাব ইন্তেখাবুল হামিদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের ৬ষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এবারের প্রতিযোগিতায় দেশের ২৮ টি রাইফেল ও শ্যূটিং ক্লাবের মোট ১৯১ জন (ছেলে ৯৮ ও মেয়ে -৬৫) প্রতিযোগী, ২৮ জন ক্লাব কর্মকর্তা অংশগ্রহণ করেছে।